Image description

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে ওএসডি করা হয়েছে। তার স্থলে সাহেলা পারভীনকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানান, এক প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে।

তিনি আরও বলেন, পলিটেকনিকের আন্দোলনরত ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে।