
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর মুশফিকুর রহিমকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিসিবি মুশফিকের দুই দশকের বর্ণিল ওয়ানডে ক্যারিয়ারে দেশের ক্রিকেটের জন্য তাঁর অসাধারণ অবদানের জন্য তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মুশফিকের ওয়ানডে ক্রিকেটে নিষ্ঠা, প্যাশন এবং পেশাদারিত্বের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। তার পারফরম্যান্স বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের অগ্রগতির অবিচ্ছেদ্য অংশ। ব্যাট হাতে ও স্টাম্পের পেছনে উভয় ক্ষেত্রেই তিনি দেশকে অসংখ্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ মুশফিকের প্রশংসা করে বলেন, "মুশফিকের নৈতিকতা, দৃঢ়তা এবং কাজের প্রতি তাঁর অবিচলতা আগামী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশের সেরা ওয়ানডে মুহূর্তগুলোর কথা বললেই তার নামটি সর্বদা উজ্জ্বলভাবে উঠে আসে।"
ফারুক আহমেদ আরো বলেন, "১৯ বছর ধরে ওয়ানডে ক্রিকেটে খেলা একটি অবিশ্বাস্য অর্জন, যা তার ধারাবাহিকতা ও চরিত্রের কথা বলে। আমি নিশ্চিত, মুশফিক এখনও ক্রিকেটের জন্য অনেক কিছু দিতে পারে। আমরা তার দিকে তাকিয়ে আছি, মাঠে ও মাঠের বাইরে তার মান বজায় রাখবে।"
বিজ্ঞপ্তিতে মুশফিকের অসংখ্য রেকর্ডও তুলে ধরা হয়েছে। ওয়ানডে ক্রিকেটে মুশফিক বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৭৪টি ম্যাচ খেলেছেন এবং সংগ্রহ করেছেন ৭,৭৯৫ রান, যা ওয়ানডে ইতিহাসে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। এছাড়া, তিনি ২৪৩টি ক্যাচ এবং ৫৬টি স্টাম্পিংয়ের রেকর্ডও গড়েছেন। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল উইকেটকিপার ছিলেন মুশফিক।
মুশফিক ৩৭টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ৫টি আইসিসি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করেছেন—যা খুব কম ক্রিকেটারের পক্ষে সম্ভব হয়েছে।