বিপিএলের ১১তম আসরে আগ্রহের কেন্দ্রে ঢাকা ক্যাপিটালস। আগ্রহ হওয়াটার কারণ—ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিকানায় এই তারকা। তাই বিপিএলের নিলাম টেবিলেও ঘুরেফিরে সবার চোখ ছিল ঢালিউড তারকার ওপর।
সোমবার (১৪ অক্টোবর) বিপিএলের নিলাম আয়োজিত হয়। নির্ধারিত সময় অনুসারে নিলামে টেবিলে হাজির হন শাকিব খান। আরেক ঢালিউড তারকা ইমনসহ ঢাকার বাকি মালিক পক্ষের বাকিদের নিয়ে গঠন করেন নিজের দল। প্রত্যাশা অনুযায়ী নিজের দলের জন্য খেলোয়াড় কিনতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শাকিব। পাশাপাশি ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পারার স্বপ্ন পূরণ করতে পেরেও খুশির জোয়ারে ভাসছেন এই তারকা। তার বিশ্বাস, এবারের বিপিএলে সবচেয়ে জমজমাট আসর দেখতে পারবে দেশের ক্রিকেট ভক্তরা।
নিলাম শেষে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে তেমনটাই বলেন ঢাকাই চলচিত্রের এই তারকা। শাকিব বলেছেন, ‘সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেটা নিয়েই একটা স্বপ্ন ছিল। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল-রোমান্স ও ক্রিকেট মাঠের উত্তেজনা এই দুই মহাশক্তি একত্র হলে একটা মহা বিষ্ফরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। যার আভাস আমরা যখন দল ঘোষণা করেছি বিপিএলে তখনই পেয়েছি। যখন আমাদের দল ঘোষণা হয় তখন আমরা যেই ভালোবাসা পেয়েছি তখন থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। সবাই আমাদের এত ভালোবাসা পেয়েছি যা অবাক করার মতো।
প্রত্যাশা মতো দল সাজাতে পেরেও সন্তুষ্ট ঢাকার মালিক। তিনি জানিয়েছেন, ’আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের ক্রিকেটও আমাদের। আমরা বিপিএলে দল কিনতে পেরে খুব উচ্ছ্বসিত। আজ প্রত্যাশা মতো দলও সাজাতে পেরেছি। আশাকরি নম্বর ওয়ানের মতো দলটাও তাই হয়েছে। এ ছাড়া ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আমরা যতটা উচ্ছ্বসিত আমার মনে হয় আমাদের দেশের মানুষ আরও বেশি উচ্ছ্বসিত। ব্যাপারটি আমাকে খুব আনন্দ দিচ্ছে।’