Image description

বিশ্বকাপে পারফর্ম করে উত্থান হামেস রদ্রিগেজের। সেই থেকে কাঁধে নেন কলম্বিয়ার দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্য তার কোপা আমেরিকার ফাইনালে দলকে তুলেও শিরোপার স্বাদ পেলেন না তিনি। তবে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন রদ্রিগেজ। অপরদিকে প্রত্যাশিতভাবেই গোল্ডেন গ্লাভস উঠেছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজেরে হাতে।

কোপা আমেরিকার ৪৮তম আসরে পাঁচটি ক্লিন শিট ছিল এমির। তার বীরত্বে টাইব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাই কোনো সংকোচ ছাড়াই তার হাতে গোল্ডেন গ্লাভস তুলে দিয়েছে কর্তৃপক্ষ। কলম্বিয়ান অধিনায়ক রদ্রিগেজের মোট অ্যাসিস্ট ছিল ৬টি, যা এক আসরে সর্বোচ্চ।

‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছে কলম্বিয়া। বলা বাহুল্য, এবারের আসর ভরপুর ছিল ফাউলে। যেমন-উরুগুয়ে-ব্রাজিলের এক ম্যাচে মোট ৪১টি ফাউল হয়েছে। মারামারি ঘটেছিল উরুগুয়ে-কলম্বিয়া সেমিফাইনালে। তবে কোনো প্রকার সহিংসতা ছাড়াই সফলভাবে পর্দা নামল কোপা আমেরিকার ৪৮তম সংস্করণের।