Image description

ফুটবলে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন কে? উত্তরে বলা হতো দানি আলভেজের নাম। এখন থেকে আর এটা বলার সুযোগ নেই। বলতে হবে, ট্রফির রাজা লিওনেল মেসি। আজ সোমবার (১৫ জুলাই) কোপা আমেরিকা জয় করেছে আর্জেন্টিনা। তাতেই ৪৫টি সিনিয়র ট্রফি নিয়ে আলভেজে ছাড়িয়ে গেছেন ৩৭ বছর বয়সী মেসি।

২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে লা লিগা জিতেছিলেন মেসি। ২০০৫ সালে জয় করেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। তারপর থেকেই ছুটে চলেছেন আর্জেন্টাইন খুদেরাজ। যদিও জাতীয় দলের জার্সিতে তার প্রথম শিরোপা আসে ২০২১ সালে। কোপা আমেরিকার মঞ্চেই অপবাদ ঘুচিয়েছিলেন মেসি। এবার ক্যারিয়ারের শেষ কোপা আমেরিকায় তিনি রাঙালেন রেকর্ড গড়ে।

মেসির ট্রফি কেবিনেট:
লা লিগা: ১০ (বার্সেলোনা)
কোপা দেল রে: ৭ (বার্সেলোনা)
স্প্যানিশ সুপার কাপ: ৭ (বার্সেলোনা)
চ্যাম্পিয়ন্স লিগ: ৪ (বার্সেলোনা)
উয়েফা সুপার কাপ: ৩ (বার্সেলোনা)
ফিফা ক্লাব বিশ্বকাপ: ৩ (বার্সেলোনা)
লিগ ওয়ান: ৩ (পিএসজি)
ফরাসি কাপ: ১ (পিএসজি)
লিগস কাপ: ১ (ইন্টার মায়ামি)
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: ১ (আর্জেন্টিনা)
অলিম্পিক গোল্ড: ১ (আর্জেন্টিনা)
কোপা আমেরিকা: ২ (আর্জেন্টিনা)
ফাইনালসিমা: ১ (আর্জেন্টিনা)
ফিফা বিশ্বকাপ: ১ (আর্জেন্টিনা)