Image description

সিঙ্গাপুরে সহধর্মিণী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় আগামী সোমবার দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিঙ্গাপুর থেকে আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমকে একথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমি এবং আমার স্ত্রী, দুইজনেরই সবগুলো রিপোর্টের রেজাল্ট গুড। ইনশাল্লাহ ১৪ এপ্রিল বিকেলে আমরা দুইজনই দেশে ফিরবো।

গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুরের যান।