Image description

আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে নতুন একটি রাজনৈতিক দল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দলের আত্মপ্রকাশের এই ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, ‘২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দল শপথ নেবে।’

সারজিস আলম আরও বলেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় প্রয়োজন শক্তিশালী একটি রাজনৈতিক দল। তিনি উল্লেখ করেন, ‘৫ আগস্টের নতুন বাংলাদেশের স্বপ্নের সাথে, জুলাই আন্দোলনের স্পিরিটকে সামনে রেখে আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যা হাজারো শহীদের রক্তে গড়া, একটি দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ।’

নতুন দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবারের সদস্য, দেশি-বিদেশি কূটনীতিক এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান সারজিস আলম।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন দল প্রতিষ্ঠার উদ্দেশ্যে জনমত জরিপ চলছে, যা ৫ ফেব্রুয়ারি থেকে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে শুরু হয়েছে। এ পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ জরিপে অংশ নিয়েছেন। জরিপে ৩০টিরও বেশি নাম এবং বিভিন্ন প্রতীকের প্রস্তাব পাওয়া গেছে।

এছাড়া, নীতিনির্ধারণী সূত্র থেকে জানা গেছে, নতুন দলের আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য নাহিদ ইসলাম দায়িত্ব নিতে পারেন, এবং দলের সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম প্রায় চূড়ান্ত হয়েছে। তিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করছেন।