Image description

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের তারিখ ঘোষণা করেছে নয়াদিল্লি। আগামী ৯ ডিসেম্বর ঢাকা আসছেন তিনি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়েসওয়াল শুক্রবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, “পররাষ্ট্র সচিবের নির্ধারিত ঢাকা সফর শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। ওই দিন ঢাকায় পৌঁছে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া আরও কয়েকটি বৈঠক করার শিডিউল রয়েছে তার। তার এই সফর দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের কাঠামোগত সম্পৃক্ততার অংশ।”

বাংলাদেশে ভারতের পতাকা অবমাননার অভিযোগ এবং সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে গত ২ ডিসেম্বর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় হিন্দু সংঘর্ষ জোট নামের একটি কট্টরপন্থি সংগঠন। সমাবেশের এক পর্যায়ে সংগঠনটির কয়েক শ’ কর্মী-সমর্থক হাইকমিশন কার্যালয়ে ঢুকে সেখানে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয়।

সেই হামলার পর থেকে আগরতলায় সহকারী হাইকমিশন কার্যালয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ রেখেছে বাংলাদেশ। সেই সঙ্গে কলকাতা হাইকমিশনের প্রধান শিকদার মো. আশরাফুর রহমান এবং আগরতলা সহকারী হাইকমিশনের প্রধান আরিফুর রহমানকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসার নির্দেশও দিয়েছে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার।