Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশানে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে এই ব্রেকফাস্ট মিটিং অনুষ্ঠিত হয়।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিনও উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেন নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাক্স উইক্স। নরওয়ের ডেপুটি হেড অব মিশন মিস মারিয়ান রাবে ন্যাভেলসরুডও বৈঠকে উপস্থিত ছিলেন।

এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূতরা বাংলাদেশের উন্নয়ন ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তারা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বিষয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বাংলাদেশে এই পদ্ধতি চালুর পরামর্শ দেন।