
রাজধানীর শাহবাগে সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
জাতিসংঘ মহাসচিবের সফর উপলক্ষ্যে সবধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান প্রেস সচিব।
এসময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক জানিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাছাড়া, সকল ধর্ষণের বিচার যেন দ্রুত হয়, সেজন্য প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি জানান, এ বিষয়ক আইনী পরির্বতনের কথা সরকার আগেই জানিয়েছে।
প্রেস সচিব বলেন, ‘সরকারের পক্ষ থেকে শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য সবোর্চ্চ চেষ্টা করা হয়েছে। অভিযুক্ত সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে।’
মন্ত্রিপরিষদের বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে প্রেস সচিব জানান, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে অনিয়ম তদন্তে কমিটি করেছে ধর্ম মন্ত্রণালয়। আওয়ামী লীগ সরকার জানিয়েছিল মডেল মসজিদ নির্মাণে অর্থ দিয়েছিল সৌদি আরব, যা মিথ্যা প্রমাণিত হয়েছে।