Image description

সময়টা ২০১৮ সাল, নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিনোদন অঙ্গনের অনেকে। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদও ছিলেন এই আন্দোলনে। সেসময় আন্দোলন নিয়ে সামাজিকমাধ্যমে একটি ভিডিওবার্তা দেওয়ায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

একুশ দিন বন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছিলেন নওশাবা। জামিনে বের হলেও বাইরের পৃথিবীটা তার জন্য যেনো এক নরকে পরিণত হয়েছিল। নাম ওঠে কালোতালিকায়ও। কালোতালিকাভূক্তই অভিনেত্রী হিসেবে এখনও আছেন বলে নওশাবার।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নওশাবা বলেন, আগের সরকারের ভয়ে এখনও অনেকেই কাজে ডাকেন না। আমি এখনও কালোতালিকায় আছি। কারণ, কেউ আমাকে কাজে নিচ্ছেন না। এত কাজ হচ্ছে কিন্তু আমাকে নিতে চান না ভয়ে। অডিশন দিয়েই কাজ করতে চাই। তা–ও হচ্ছে না। অভিনয় শিখেপড়ে আর কত পরীক্ষা দেব জানি না।

‘টুগেদার উই ক্যান’ নামে একটি প্ল্যাটফর্ম রয়েছে নওশাবার। এই প্ল্যাটফর্ম থেকে শিশু, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা সচেতনতামূলক বক্তব্য শিল্পের মাধ্যমে তুলে ধরেন। বর্তমানে প্ল্যাটফর্মটি ঘিরেই তার যত ব্যস্ততা।