Image description

কপ-২৯ জলবায়ু সম্মেলনে বুধবার (১৩ নভেম্বর) বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে তিনটার মধ্যে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে, সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় ৫টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেন। জলবায়ু সম্মেলনে যোগ দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১১টার দিকে তিনি ঢাকা ত্যাগ করেন।

আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন। 

জানা গেছে, এই সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন। প্রধান উপদেষ্টা কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।