
রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসাবে ইউক্রেইনকে ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে। বিবিসি-কে একথা বলেছেন ইউক্রেইনের রাজধানী কিইভের মেয়র ভিতালি ক্লিৎশকো।
ভূখন্ডে ছাড় মেনে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্রমবর্ধমান চাপের মাঝে ভিতালি একথা বললেন।
বিবিসি-র এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সম্ভাব্য একটি পরিস্থিতি হচ্ছে, ভূখণ্ড ছেড়ে দেওয়া। এটি ন্যায্য নয়। কিন্তু শান্তির জন্য, ক্ষণস্থায়ী শান্তির জন্য এটি একটি সাময়িক সমাধান হতে পারে।”
তবে ইউক্রেনের মানুষ কোনওভাবেই রুশ দখলদারিত্ব মেনে নেবে না বলেও উল্লেখ করেছেন ভিতালি। বিবিসি-র সঙ্গে তার এই আলাপের কয়েকঘণ্টা আগে কিইভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেইনের রাজধানীতে বহুদিন পর এমন বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৮০ জন আহত হন।
২০২২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনে পূর্ণ সামরিক অভিযান শুরু করেন। বর্তমানে ইউক্রেইনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে।
ইউক্রেইনের যে সব জ্যোষ্ঠ রাজনীতিবিদ শান্তির জন্য ভূখণ্ড ছেড়ে দেওয়ার কথা বলেছেন, তার মধ্যে এখন উঠে এলেন ভিতালি ক্লিৎশকোও। যিনি সাময়িকভাবে হলেও প্রকাশ্যেই ভূখণ্ড ছাড়ের ইঙ্গিত দিলেন।
কিইভের মেয়র ক্লিৎশকো এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি- দুজনই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। ক্লিৎশকো বারবারই প্রেসিডেন্ট জেলেনস্কির বিরুদ্ধে তার কর্তৃত্ব খর্ব করার চেষ্টার অভিযোগ করে আসছেন।