Image description

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিলাসবহুল সব গাড়ির একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। দামেস্কের একটি গ্যারেজে থাকা গাড়ির সংখ্যা এবং বিলাসিতা চমকে দেবে যে কাউকে।

বলা হচ্ছে, সিরিয়ার ধ্বংসস্তূপের ভেতর এমন গাড়ির সংগ্রহ সিরিয়ার সংকটপূর্ণ বাস্তবতা ও শাসকের বিলাসবহুল জীবনের তীব্র বৈপরীত্য তুলে ধরেছে।
 
দামেস্কের পশ্চিমাঞ্চলে আল-মাজ্জেহ এলাকার উত্তরে একটি গ্যারেজে বাশার আল-আসাদের গাড়ির বিশাল সংগ্রহশালার খোঁজ মিলেছে। এ নিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন স্থানীয়দের ধারণ করা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। 
 
আসাদের সংগ্রহে র‌য়েছে একটি লাল রঙের ফেরারি এফ ফিফটি মডেলের বিলাসবহুল গাড়ি। যার বাজার মূল্য ৩০ লাখ মার্কিন ডলারের বেশি। 
 
এছাড়া ল্যাম্বরগিনি, রোলস রয়েস, বেন্টলির মতো অন্তত ৪০টি দামি গাড়ি দেখা যায় ওই গ্যারেজে। গাড়িগুলোর মধ্যে একটিতে রয়েছে দামেস্কের লাইসেন্স প্লেট।
 
বাশার আল-আসাদ ও তার পরিবার সিরিয়ার বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে মস্কো পালিয়েছেন। সিএনএনের সূত্র অনুযায়ী, রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এমন পরিস্থিতিতে আসাদের বিলাসী জীবনযাপনের ভিডিও দেখে বিদ্রোহী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। 
 
সিরীয়দের কাছে বাশার আল-আসাদের গাড়ির এই সংগ্রহ কেবল তার বিলাসিতার চিত্র নয়, বরং স্বৈরশাসনের প্রতীক হয়ে উঠেছে।