জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের স্বয়ংক্রিয় অধিকার বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেন, অবৈধ অভিবাসী হিসেবে যেসব শিশু যুক্তরাষ্ট্রে গিয়েছে, তাদের সাহায্যে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তিনি।
নভেম্বরে নির্বাচনে জয়ের পর প্রথম কোনো টেলিভিশনে সাক্ষাতকার দিয়েছেন ট্রাম্প। গত শুক্রবার এনবিসিতে সেই রেকর্ডেড সাক্ষাতকার প্রচারিত হয়। সেখানে ট্রাম্প বলেছেন, তিনি অভিবাসন বিষয়ক নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের আইন বাতিল করতে চান।
এ ছাড়া ট্রাম্প সামনের মাসে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ২০২১ সালের মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িত ব্যক্তিদের জন্য ক্ষমা করার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই মানুষগুলো নরকের মতো জীবনযাপন করছে।’
ট্রাম্প জানিয়েছেন, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর তিনি অভিবাসন, জ্বালানি ও অর্থনীতির উপর বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করবেন।
যদিও তিনি বাইডেনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চাইবেন না বলে ইঙ্গিত দিয়েছেন, তবে তিনি বলেছেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষত ক্যাপিটল দাঙ্গা তদন্তকারী আইনপ্রণেতাদের জেলে পাঠানো উচিত।