পাকিস্তানে আরও একজন এমপক্স আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত চারজন এমপক্সে আক্রান্ত হলো। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তানে এর আগে যে তিনজনের শরীরে এমপক্স শনাক্ত হয়েছিল, তারা সবাই পেশোয়ারের।
নতুন করে যে ব্যক্তি এমপক্সে আক্রান্ত হয়েছেন, তিনিও পেশোয়ারের বলে রোববার (১ সেপ্টেম্বর) জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. ইরশাদ আলি রোঘানি।
ডা. ইরশাদ বলেন, পেশোয়ার বিমানবন্দরে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাকে বিশেষ মেডিকেল টিমের মাধ্যমে হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য, গেল আগস্টে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এমপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এর প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবং প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়লে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
চলতি বছর এখন পর্যন্ত কঙ্গোতে এমপক্সে ৬২৯ জনের মৃত্যু এবং ১৮ হাজারের ;পবেশি সংক্রমণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।