Image description

ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না অনেকে।

বুধবার (১৭ জুলাই) মধ্যরাত থেকে এমন অবস্থা সৃষ্টির অভিযোগ করেছে ব্যবহারকারীরা।

তারা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করতে পারলেও বার্তা বা ছবি পোস্ট করতে পারছেন না। এমনকি অন্যদের পোস্টে ক্লিক করে বার্তা বা ছবি দেখতেও পারছেন না।
ঢাকার কয়েকজন সাংবাদিক ব্যবহারকারী জানান, মোবাইল নেট ব্যবহার করে অফিসে ছবি পাঠানো যাচ্ছে না।

সাইদুল ইসলাম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানিয়েছেন, ‘মোবাইল ফোনে ইন্টারনেট ধীরগতিতে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা সম্ভব হচ্ছে না। বাকলিয়ার এক্সেস রোড এলাকায় রাত থেকে ব্যবহার করা যাচ্ছে না।’

কাজীর দেউড়ী এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, ব্রডব্যান্ড সংযোগ ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। বাসা থেকে বের হলেই ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। ফেসবুক-মেসেঞ্জারে আপডেট কিছু আসছে না।