Image description

রাজধানীর ডেমরায় এক বখাটে ছেলের দেওয়া বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ভাড়াটিয়া এক মেয়েকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ডেমরা থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। তবে এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

অভিযুক্ত বখাটের নাম সারোয়ার হোসেন (৬২)। ভুক্তভোগীর নাম আহমেদ আন নূর আয়াত (২০)। ভুক্তভোগী এবং অভিযুক্ত উভয়েই নরাইবাগ মালা মার্কেট সংলগ্ন মোক্তার হোসেনের বাড়ির ভাড়াটিয়া ও নিরাপত্তা প্রহরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আন নূর গত ৫ সেপ্টেম্বর মালা মার্কেট সংলগ্ন মোক্তার হোসেনের বহুতল ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নেন। এদিকে সারোয়ার হোসেন মেয়েটিকে বাড়িওয়ালার ছেলে ও এলাকার একটি বখাটে ছেলের জন্য বিয়ে করার প্রস্তাব দেন। আর ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ১৯ সেপ্টেম্বর রাতে আন নূর বাড়িতে প্রবেশ করতেই নিরাপত্তা প্রহরী সারোয়ার হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেয়েটির মুখে খুন্তির ছ্যাঁকা দিতে গেলে মেয়েটির বুকে এসে খুন্তির ছ্যাঁকা লাগে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা দ্রুত সময়ের মধ্যে জানা যাবে।