Image description

ত্বকের যত্নে গ্রিন-টির কোনো বিকল্প আছে বলে তো মনে হয় না। তাই তো সকাল-বিকাল গ্রিন-টি খাওয়ার পরামর্শ দেন অনেকে। এই বিশেষ ধরনের চা-টি শুধু ত্বককে সুন্দর করে না, সেইসঙ্গে নানা রোগের প্রকোপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসলে এতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীর থেকে নানা ক্ষতিকর উপাদানকে বের করে দেয়। ফলে নানা ধরনের ছোট-বড় রোগ সব দূরে থাকে। একাধিক গবেষণায় দেখা গেছে টেনার হিসেবে গ্রিন-টি দারুণ কার্য়করী।

যে যে ক্ষতিকর উপাদানের কারণে ব্রণ হয় সেগুলোর কর্মক্ষমতা কমিয়ে ফেলে গ্রিন-টিতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট। প্রাকৃতিক সান স্ক্রিন হিসেবেও কাজ করে গ্রিন-টি। ত্বকের বয়স কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই চা-টি। গ্রিন-টিতে উপস্থিত পলিফেনেল ব্রণ হওয়ার আশঙ্কা কমায়। বলি রেখা কমায় গ্রিন-টি টোনার। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। সূর্য়ের অতি বেগুনিরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে বাঁচায়। ত্বকের নানা রোগের প্রকোপ কমায়। হাইপার পিগমেন্টটেশন কমায়। ত্বকের ছিদ্রগুলোকে ছোট করতে সাহায্য করে গ্রিন-টিতে উপস্থিত অ্যাসট্রিনজেন্ট নামে একটি উপাদান। ত্বকের তৈলাক্তভাব কমায়। ব্লেক হেডসের প্রকোপ কমায়। ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতে গ্রিন-টি সাহায্য করে। ডার্ক সারকেল কমায়।