Image description

দেড় দশকের ক্যারিয়ার প্রিয়াঙ্কা জামানের। নাটক, সিনেমা দুই অঙ্গনেই কাজ করেছেন। তবে সফলতা এখনও অধরা। তবুও হাল ছাড়েননি। কাজ করে যাচ্ছেন। তবে কাজে আলোচনায় না এলেও আজকাল আলোচনায় এসেছেন কথার মাধ্যমে। এবার প্রিয়াঙ্কা জানালেন, নিয়মিত নামাজ পড়লে চেহারায় এমনিতেই নূর চলে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলছেন প্রিয়াঙ্কা। সেখানে নিজের রূপের রহস্য প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার সৌন্দর্যের পেছনে বিশেষ কিছু নেই। আমি ভালো মন নিয়ে সবার সঙ্গে চলার চেষ্টা করি। তাহাজ্জুদ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমার বিশ্বাস, যে নামাজ পড়ে, তার চেহারায় এমনিতেই একটা নূর চলে আসে, সৌন্দর্য ফুটে ওঠে।’

ব্যক্তিজীবনে এখনও অবিবাহিত প্রিয়াঙ্কা। বেশ কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন। এমন কাউকে পেলে অভিনয়ও ছেড়ে দেবেন।