Image description

এক হাঁটু ভেঙে তীক্ষ্ণ দৃষ্টিতে আলো আঁধারের মধ্যে বসে তাকিয়ে আছেন আফরান নিশো। তার লম্বা চুল, মুখভর্তি সাদা কালো দাড়ি। পিছনে লোহার বেড়ি, যেখানে রক্তের ছাপ লেগে আছে। এমন একটি পোস্টার প্রকাশ হয়েছে ‘দাগি’ সিনেমার। যা দেখে চমকে উঠেছে সিনেমাপ্রেমীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারটি প্রকাশের পর নেটিজেনরা ধারণা করছেন, পোস্টারের মতো দাগি সিনেমাজুড়ে নিশো তার নামের সুবিচার করবেন। দু‘দিন আগে ‘দাগি’র এক মিনিটের টিজার রিলিজ হলেও প্রশংসিত হয়। তবে পোস্টার নিয়ে চলছে বেশী মাতামাতি।

জাকির হোসেন জয় নামের একজন লিখেছেন, আফরান নিশো এমন ভয়ংকর এক্সপ্রেশন একদম কড়া লাগছে। টিজারের পর এমন একটা কড়া পোস্টার আসার খুব দরকার ছিল। সুমাইয়া সাথী লিখেছেন, নিশোর এই লুকটা জাস্ট ওয়াও। নিরব মিয়া লিখেছেন, ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রাখছি। আশা করি মনেও দাগ কেটে যাবে।

প্রকাশিত অফিশিয়াল পোস্টারের ক্যাপশনে লেখা, ‘ক্ষমা চাইতে সাহস লাগে। অনেক ক্ষমতাশালীর পতন ঘটে গেছে ক্ষমা চায় নাই বলে।’

নাটকে তুমুল জনপ্রিয়তা অর্জন করে ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। দুবছর বিরতি দিয়ে তিনি ফের সিনেমা করছেন। দাগি নির্মাণ করেছেন শিহাব শাহীন। তিনি জানান, দাগির কেন্দ্রীয় চরিত্রে নিশো। তাকে ঘিরেই এই সিনেমা নির্মিত হয়েছে। এই সময়ের সামাজিক ও প্রাসঙ্গিক সিনেমা ‘দাগি’। এতে আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ, শহিদুজ্জামান সেলিম, রাশেদ অপু।