Image description

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে নিয়মিত কনসার্ট আয়োজন করে চলছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। সেসব কনসার্টে পারিশ্রমিক ছাড়াই অংশ নিতে দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলোকে। একই উদ্দেশ্যে এবার ঢাবির চারুকলা ইনস্টিটিউট আয়োজন করলো দুই দিনব্যাপী কনসার্টের।

চারুকলা পরিবার জানিয়েছে, ‘বকুল তলার গান-১’ শিরোনামে শুক্রবার (৩০ আগস্ট) ও শনিবার (৩১ আগস্ট) সারাদেশে বন্যার্ত মানুষের পুনর্বাসনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট দুই দিনব্যাপী উন্মুক্ত কনসার্টের আয়োজন করেছে। কনসার্টে নগদ অর্থ সংগ্রহ করার জন্য থাকবে বুথ। এছাড়াও বন্যার্তদের জন্য সংগ্রহ করা হবে ব্যবহারযোগ্য জামাকাপড়সহ অন্যান্য ত্রাণ সামগ্রী।

প্রথম দিনে কনসার্টে অংশ নেবে ব্যান্ড শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, আপেক্ষিক, সর্বনাম, অর্ঘদেব এবং চারুকলার গানের দল। কনসার্টের দ্বিতীয় দিন শনিবার একই মঞ্চে গাইবে জলের গান, মেঘদল, হাইওয়ে, কাকতাল, আহমেদ সানি, বাউলা এবং আনান সিদ্দিকা। বিকেল ৪টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

উল্লেখ্য, গেল সপ্তাহেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছিল ‘জরুরি সংযোগ কনসার্ট’। যেখান থেকে প্রায় ২১ লাখ টাকা সংগ্রহ করে ব্যয় করা হয়েছে বন্যার্তদের সেবায়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় বানভাসিদের সহায়তার উদ্দেশ্যে দেখা গেছে কনসার্ট আয়োজন।

প্রসঙ্গত, দেশে হঠাৎ বন্যায় প্লাবিত হয়েছে দেশের বেশ কয়েকটি জেলা। ধীরে ধীরে পানি কমলেও দুর্ভোগ কমেনি। এই দুর্যোগে পাশে এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষ থেকে তারকারা।