Image description

ইসরায়েলের সব পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। একইসঙ্গে তিনি গাজাবাসীদের জন্য আর্থিক সহায়তা গঠনে দেশীয় পণ্য ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। আজ সোমবার (৭ এপ্রিল) জবির কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমিতি আয়োজিত এক সংহতি সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, "মাসের পর মাস ধরে গাজায় যে বর্বর গণহত্যা চলছে, তা আর চুপচাপ দেখা যায় না। আমাদের উচিত দেশীয় পণ্য ব্যবহার করে গাজাবাসীদের জন্য আর্থিক সহায়তা গঠন করা। যদিও আমাদের হাতে প্রচুর কিছু নেই, তবে আমাদের দোয়ার শক্তি আছে। মহান আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করেন, তবে মজলুমদের মুক্তি আসবে।"

এই সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন সঞ্চালনা করেন, এবং বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসেনসহ অন্যান্য শিক্ষকগণ।

বিক্ষোভ সমাবেশে অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, "আজ আমরা দৃঢ় প্রতিজ্ঞা করছি, ইসরায়েলের সব পণ্য বর্জন করবো। পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানানো হোক।"