
বাংলাদেশ ব্যাংক প্রবাসী বাংলাদেশিদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনে বড় সুযোগের ঘোষণা দিয়েছে। এখন থেকে নির্ধারিত চারটি মুদ্রার সীমাবদ্ধতা পেরিয়ে ব্যবহারযোগ্য যেকোনো বৈদেশিক মুদ্রায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে। পাশাপাশি এসব অ্যাকাউন্টে জমাকৃত অর্থে প্রদত্ত সুদের হারও আর পূর্বনির্ধারিত থাকবে না—এটি নির্ধারিত হবে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক চুক্তির ভিত্তিতে।
রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে এতদিন অনুমোদিত ডলার, পাউন্ড, ইউরো ও ইয়েনের গণ্ডি থেকে বের হয়ে সব ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রায় প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে ব্যাংকিং খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে, যা গ্রাহকদের জন্য আরও লাভজনক।
সার্কুলারে আরও বলা হয়েছে, পিএফসি ও এনএফসিডি অ্যাকাউন্টের ক্ষেত্রে এতদিন যে সুদের হার নির্ধারিত ছিল, তা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো নিজস্ব নীতিমালার আলোকে এবং গ্রাহকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সুদের হার নির্ধারণ করতে পারবে।
এই উদ্যোগ অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে বাড়ানোর পাশাপাশি প্রবাসী আয়ের ওপর আস্থাও বৃদ্ধি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।