Image description

প্রিন্সিপ্যাল গ্রুপের “গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাও. ক্বারী হাবিব উল্লাহ বেলালী।

তিনি বলেন, সততার মাধ্যমে ব্যবসা করলে মানুষের ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওবায়েদ উল্লাহ।

বক্তারা বলেন, আমরা চাই প্রিন্সিপ্যাল গ্রুপের অগ্রগতির মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে যাক। প্রিন্সিপ্যাল গ্রুপ দেশ এবং জনগণের কল্যাণের স্বার্থে ভূমিকা রাখুক।

প্রিন্সিপ্যাল গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব অর্গানাইজেশন স্টাটিজি এন্ড লিডারশীপ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ, কর্ণেল মো. মোশারফ হোসেন, অধ্যক্ষ মাও. ড. বদিউল আলম সরকার, ইসলামী বক্তা কাজী মো. শরীফ উল্লাহ প্রমুখ।