মানিকগঞ্জে নগদের এক ডিস্টিবিউশন সেলস অফিসারের (ডিএসও) কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর বন্দর আরতে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী মো. মহিউদ্দিন (৩০) জানান।
সদর উপজেলার জয়রা এলাকা থেকে জাগীর ইউনিয়নর গারাকুল বাজার পর্যন্ত প্রায় ১০ কি.মি এলাকার দায়িত্ব পালন করতেন তিনি। তিনি এক বছর আগে নগদের ডিএসও হিসেবে যুক্ত হন।
ভুক্তভোগী নগদের ডিএসও ঘটনার বর্ণনা জানিয়ে বলেন, ‘উদ্যোক্তাকে জাগীর আরতে টাকা দিতে যাওয়ার সময় এক মহিলা আমাকে ঠিকানা জানতে চেয়ে একটি কাগজ দেয়। কাগজটি হাতে নিয়েই আমি অচেতন হয়ে যাই। জ্ঞান ফিরে আমি নিজেকে হাসপাতালে দেখতে পাই। আর আমি কিছুই বলতে পারব না। ওই সময় আমার কাছে থাকা অফিসের সারাদিনের কালেকশনের ৩ লাখ ৫ হাজার টাকা ছিল যা আর পাওয়া যায়নি।’
এ বিষয়ে নগদের মানিকগঞ্জ জেলা ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, এমন ঘটনা এর আগে আমাদের ঘটেনি। আমরা বিষয়টি নিয়ে হেড অফিসে যোগাযোগ করেছি। তারা যেই নির্দেশনা দেবে আমরা সেদিকে আগাবো।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’