Image description

রাজধানীর কদমতলীর কুদার বাজার এলাকায় গতকাল শুক্রবার রাতে মো. রিয়ন মিয়া (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে। তার বাবা বলেছেন, তিন থেকে চারজন ছিনতাইকারী রিয়নকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

রিয়ন ব্যাটারিচালিত রিকশা চালায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রিয়নের বাবা মন্টু মিয়া সিএনজিচালিত অটোরিকশার চালক। হাসপাতালে তিনি আজ শনিবার বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে রিয়ন কুদার বাজারের কাছে মেলায় যায়। সেখানে তিন থেকে চারজন ছিনতাইকারী ধারালো অস্ত্র হাতে তাকে ঘিরে ধরে। ‘তোর কাছে কী আছে দিয়ে দে’ বলে ছিনতাইকারীরা রিয়নকে ধাক্কাধাক্কি করতে থাকে। একপর্যায়ে ছিনতাইকারীরা রিয়নের পিঠ ও মাথায় ছুরিকাঘাত করে তার কাছ থেকে ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঘটনাটি কদমতলী থানাকে জানানো হয়েছে।