মসজিদের জায়গা দখল করে ক্লাব ঘর ওঠানোর প্রমাণ পাওয়ায় এবং দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে শরীয়তপুরের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান সিদ্ধান্তে অনুমোদনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
এ বিষয়ে রেজাউল হাওলাদারকে ফোন দিলে তিনি দাবি করেন, আমি এমন কোনও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। কোনও কাগজ পাইনি, তাই বহিষ্কারের বিষয়ে জানি না।
বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর বলেন, মসজিদের জায়গায় দখল করে ক্লাব ঘর নির্মাণের সংবাদ প্রচার হলে, সেটা কেন্দ্রীয় কমিটির নজরে এলে আজ তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।