Image description

"মুক্তির রাজপথ ইসলামী খেলাফত" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। 

উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।

তিনি বলেন, আগামীদিনে প্রতিটা পাড়া মহল্লায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস গড়ে তুলতে হবে। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে খেলাফত যুব মজলিসের সৈনিক তৈরি করতে হবে। তা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেশ হবে ইসলামি জনগণের, দেশ হবে খেলাফত মজলিসের। আগামী দেশ শাসন করবে ওলামা কেরামগণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সম্পাদক প্রশিক্ষণ মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা আমির সদস্য মাওলানা ইমদাদ বিন মাওলানা ছায়েনুদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সম্পাদক সংগঠন বিভাগ মাওলানা মাহবুবুর রহমান, ফরিদপুর জেলা ছাত্র মজলিসের সভাপতি মোল্লা মুহাম্মদ রুহুল আমিন সালথা উপজেলা যুব মজলিসের সাবেক সভাপতি মুফতি মফিজুর রহমান, সালথা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম প্রমুখ।