দেশের ১১ জেলার আকস্মিক ভয়াবহ বন্যায় দুর্গতদের মানবিক সহায়তার জন্য প্রিন্সিপ্যাল গ্রুপ বিশেষ ত্রাণ তহবিল "প্রিন্সিপ্যাল গ্রুপ ফাউন্ডেশন" গঠন করেছে। এতে ফাউন্ডেশন নিজস্ব অর্থায়ন করবে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে এ তথ্য জানান প্রিন্সিপ্যাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওবায়েদ উল্লাহ।
তিনি ২৪ আগষ্টের মধ্যে উক্ত ত্রাণ তহবিলে প্রিন্সিপ্যাল গ্রুপের পরিচালক, গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে সাধ্যমতো অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিতে তলিয়ে গেছে ১১ জেলার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫ লাখ মানুষ। আর এই বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। এখনো ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন।
বন্যাদুর্গত জেলাগুলো হলো—ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় চারজন, কক্সবাজারে তিনজন, চট্টগ্রামে দুজন, ফেনীতে একজন, নোয়াখালীতে একজন, লক্ষ্মীপুরে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন।
বন্যাদুর্গতদের বিভিন্নভাবে মানুষ সাহায্য সহযোগিতা করছে।
বন্যাকবলিত এলাকাগুলোতে এখন পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ মেট্রিক টন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে।
এছাড়া এলাকাগুলোতে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।