Image description

কোপা আমেরিকার ৪৮তম সংস্করণের মধ্য দিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া যুগের সমাপ্তি ঘটল। সমৃদ্ধ ক্যারিয়ারের ইতি টানার দোড়গোড়ায় লিওনেল মেসি। আর্জেন্টিনায় কে হবেন তাদের উত্তরসূরী? হ্যাঁ, মেসি কিংবা ডি মারিয়ার মতো কাউকে হয়তো এখনই পাচ্ছে না। তবে লাউতারো মার্টিনেজ প্রস্তুত বিশ্ব চ্যাম্পিয়নদের সামলে নিতে, যিনি কোপা আমেরিকার মঞ্চে জিতেছেন গোল্ডেন বুট।

চলতি আসরে মোট ৩২ ম্যাচে ৭০টি গোল হয়েছে। ম্যাচ প্রতি গড় গোল ২.১৯। মার্টিনেজের গোল সংখ্যা ৫। এই তালিকায় তার উপরে নেই কেউ। ৩ গোলে দ্বিতীয় স্থানে কলম্বিয়া সলোমোন রন্ডন। ২টি করে গোল করেছেন মোট ৭ ফুটবলার। মেসি গোল পেয়েছেন মাত্র ১টি। বিদায়ী টুর্নামেন্টে তেমন খেলার সুযোগ পাননি ডি মারিয়া। পাননি কোনো গোল।

পুরো আসরে মাত্র ১টি আত্মঘাতী গোল হয়েছে। ইকুয়েডরের বিপক্ষে সেই গোলটি করেছেন জ্যামাইকান মিডফিল্ডার কেসি রেমেল পালমার।