Image description

চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের পর ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি টাইগারদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বোর্ড সভাপতি ফারুক আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান। চলতি বছর টি-২০ বিশ্বকাপে সিমন্স পাপুয়া নিউগিনির ‘বিশেষজ্ঞ কোচ’ হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন।

ক্যারিবীয়দের হয়ে ১৪৩ ওয়ানডে ও ২৬ টেস্ট খেলা সিমন্স ২০০৪ সালে জিম্বাবুয়ে জাতীয় দলের কোচ হন। বছরখানেক এই দায়িত্বে ছিলেন। ২০০৭-২০১৫ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের দায়িত্বে ছিলেন। এরপর ২০১৫ সালে প্রায় এক বছর ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ছিলেন। মাঝে ২০১৭-২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানের হাল ধরেন। এরপর দ্বিতীয় দফায় উইন্ডিজের কোচ হিসেবে ২০২২ সাল পর্যন্ত ছিলেন।