Image description

প্যারিস প্যারা অলিম্পিক ২০২৪ থেকে বিদায় নিলেন বাংলাদেশের পুরুষ আরচার আল আমিন হোসেন। বুধবার (৪ সেপ্টেম্বর) র‌্যাংকিং রাউন্ডে মেক্সিকান প্রতিযোগী মলিনার কাছে ২৩-২১, ২১-২৯, ২৪-২৪ এবং ২৮-১৬ সেট পয়েন্ট ব্যবধানে হেরে এবারের মতো অলিম্পিককে বিদায় জানান আল আমিন। এই হারের মধ্য দিয়ে প্যারা অলিম্পিক্সে থামল বাংলাদেশের যাত্রা।

আল আমিনের আগে নারী আরচার ঝুমা আক্তারও র‌্যাংকিং রাউন্ড থেকে বিদায় নেন। তবে প্যারিসে ঝুমা দুর্দান্ত দারুণ লড়াই করলেও মলিনার বিরুদ্ধে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি আল আমিন।

ম্যাচ শেষে আল আমিন জানান, `নিজের সেরাটা দিতে না পারায় খারাপ লাগছে। এখানে আসার পর কাঁধে কিছুটা ইনজুরি হওয়াতে সমস্যা আরো বেড়ে যায়। শেষ সেটে এজন্য খারাপ পারফরম্যান্স হয়েছে। প্রথমবার অলিম্পিকের মতো বড় আসরে খেলতে এসেছি। আত্মবিশ্বাসেও কিছুটা ঘাটতি ছিল। পর্যাপ্ত ম্যাচ খেলতে পারলে এই সমস্যা তৈরি হতো না। তবে এবার ভালো হয়নি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করব।‘

আল আমিনের কোচ নিশিথ দাস বলেন, `অনুশীলনেও এর চেয়ে ভালো স্কোর করে আল আমিন। আজ ইনজুরি নিয়ে সে খেলেছে। তার সঙ্গে ম্যাচ টেম্পারেমেন্টের অভাব ভীষণভাবে চোখে পড়েছে। তবে আল আমিন প্রত্যাশা পূরণ করতে না পারলেও ঝুমা প্যারিসে কিন্তু দুর্দান্ত খেলেছে। ওর মন্দ কপাল। অল্পের জন্য পরের রাউন্ডে সে যেতে পারেনি। তবে ঝুমাকে নিয়ে আমি অনেক আশাবাদী। ঝুমা সক্ষম আরচারদের মতোই পারফরম্যান্স করে। এভাবে খেলতে থাকলে ভবিষ্যতে এসব আসর থেকে পদক জেতা তার জন্য অসম্ভব নয়।‘