Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামীকাল ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোষিত গণঅবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং সিনিয়র নেতাদের অনুরোধে ২৫ ফেব্রুয়ারি গণঅবস্থান কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রেখেছেন। জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ২১ ফেব্রুয়ারি দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ২৫ ফেব্রুয়ারি সকাল ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এই কর্মসূচি ডাকেন।

পরে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে জানান, যদি এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হয়, তবে তিনি ২৫ ফেব্রুয়ারি স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার জন্য আদালতে হাজির হবেন। তিনি দাবি করেন— তার কারাগারে থাকা অবস্থায় অন্য জাতীয় নেতারা মুক্তি পেলেও তিনি এখনও বন্দি রয়েছেন এবং তার মুক্তির দাবিতে প্রতিবাদ জানাতে তিনি স্বেচ্ছায় গ্রেফতার হতে প্রস্তুত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গণঅবস্থান কর্মসূচি স্থগিতের পর জামায়াতে ইসলামী নেতারা আশা করছেন, তাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি শিগগিরই নিশ্চিত হবে।