![Image description](https://voicecontent.voicebd.net/files/img/202502/edb59553d2680fc12f6771c307555030.jpg)
দক্ষিণ আফ্রিকায় মার্কিন সহায়তা বন্ধের নির্বাহী আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার এক নির্বাহী আদেশে এই সহায়তা বন্ধ করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, দক্ষিণ আফ্রিকার আইনে শ্বেতাঙ্গ কৃষকদের জমি বাজেয়াপ্ত করার বৈধতার সমালোচনা করে সহায়তা বন্ধের আদেশ দেন এই নেতা।
এর পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার সরকারকে ক্ষতিপূরণ ছাড়াই জাতিগত সংখ্যালঘু আফ্রিকানদের কৃষিজমি বাজেয়াপ্ত করার বৈধতা দেবে। ট্রাম্প দাবি করেছেন, জানুয়ারিতে পাস হওয়া আইনের মাধ্যমে শ্বেতাঙ্গদের জমি বাজেয়াপ্ত করছে দক্ষিণ আফ্রিকা। এতে দক্ষিণ আফ্রিকার সরকার বৈষম্য সৃষ্টি করছে, যা সহিংসতাকে উসকে দিচ্ছে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে জোহানেসবার্গ। ইরান-ইসরায়েলসহ মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে দ্বন্দ্বের কথাও উল্লেখ করেন ট্রাম্প। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার এবং ইরানের সঙ্গে সম্পর্ক বাড়ানোয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন তিনি।