রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোড শহরে ইউক্রেনীয় বাহিনীর হামলায় ৫ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। স্থানীয় গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ জানিয়েছেন, আহতদের মধ্যে ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৭ শিশু রয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে।
শনিবার (৩১ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘নিষ্ঠুর সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে। কিয়েভ প্রশাসন এবং তাদের পশ্চিমা মিত্রদের এই অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনটিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বরাতে জানানো হয়, ইউক্রেনের নিরস্ত্রীকরণ এবং ডি-নাজিফিকেশনসহ সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ অব্যাহত থাকবে।
ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে বেলগোরোডসহ রাশিয়ার অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার, রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে রুশ বাহিনীর হামলায় ৭ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক মেয়েও রয়েছে। আহতদের মধ্যে অন্তত ২০ জনের অবস্থা গুরুতর, ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কিরোভে বসতি দখল করেছে। এদিকে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। ৬ আগস্ট ইউক্রেনের আকস্মিক আক্রমণের পর থেকে তারা কয়েক ডজন বসতি এবং ১ হাজার ২০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা পুনর্দখল করেছে।
ইউক্রেনের শীর্ষ কমান্ডার ওলেক্সান্দ্র সিরস্কি শুক্রবার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ২ বর্গমাইল এলাকা পুনর্দখল করেছে। এ হামলার ফলে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে।
এদিকে, রাশিয়ার কামচাটকা উপদ্বীপে একটি এমআই-৮ হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। এতে ২২ জন যাত্রী ছিলেন। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছে, হেলিকপ্টারটি শনিবার ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে থেকে উড্ডয়ন করেছিল কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছেনি।
ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে প্রায় ৬ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়া ইতিমধ্যেই ৮ হাজার ৫৮২টি ট্যাঙ্ক এবং ২৩ হাজার ৮২৫টি যানবাহন হারিয়েছে।
রাশিয়ার বিমান বাহিনী শনিবার জানিয়েছে, রাতে ইউক্রেনের ৮টি অঞ্চলে হামলার সময় ৫২টির মধ্যে ২৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভে রুশ হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং রাশিয়ার এই ‘ভয়াবহ এবং কাপুরুষোচিত’ আক্রমণের নিন্দা জানিয়েছেন। তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে সবচেয়ে কার্যকর কৌশল হলো প্রথমেই এই ধরনের মন্দ কাজ প্রতিরোধ করা।
এ সংঘাতের মধ্যে উভয় দেশেই বেসামরিক নাগরিকদের ওপর ঘন ঘন হামলা চলছে, যার ফলে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।
অনুবাদ: দ্য গার্ডিয়ান অবলম্বনে