দেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান প্রিন্সিপ্যাল গ্রুপের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে সকল বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তাদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো.ওবায়েদ উল্লাহ বিক্রয় প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, প্রিন্সিপ্যাল গ্রুপের সুনাম বিস্তারে আপনাদের ভূমিকা অনস্বীকার্য, কোম্পানীর সম্প্রসারণ ও পণ্য বিক্রয়ে আপনারা সততা ও দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও আপনারা এভাবে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের কাজের মাধ্যমেই প্রিন্সিপ্যাল গ্রুপ আরও বড় প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে বলে আমি আশা করছি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা চাই দেশের প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে প্রিন্সিপ্যাল গ্রুপ এগিয়ে যাক। প্রিন্সিপ্যাল গ্রুপ দেশ এবং জনগণের স্বার্থে ভূমিকা রাখুক।
প্রিন্সিপ্যাল গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড.এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব কাজী মো. শরীফউল্লাহ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান ডা. মো. হুমায়ুন কবির, আবু ছাদেক মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিক্রয় কমর্কর্তাদের বিক্রয়ে অবদান রাখায় সম্মাননা স্মারক ও পুরুস্কার দেওয়া হয়।