Image description

আগামী রোববার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে এবং সোমবার (২ ডিসেম্বর) আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর পল্টনে অর্থনীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী সোমবার (২ ডিসেম্বর) অর্থনৈতিক খাতের লুটপাটের বিস্তারিত তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। তার একদিন আগে, অর্থনৈতিক খাত নিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে শ্বেতপত্র প্রণয়ন কমিটির পক্ষ থেকে।

তিনি আরও বলেন, ব্যাংক ও জ্বালানিখাতে বড় ধরনের অনিয়মের সন্ধান পাওয়া গেছে। এই খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে, যা শ্বেতপত্রে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

উল্লেখ্য, রাজনৈতিক পরিবর্তনের পর দেশের অর্থনীতির ক্ষত ও পরিস্থিতি মূল্যায়ন করার জন্য অন্তর্বর্তী সরকার একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করেছিল। তিন মাস ধরে সরকার সচিব, ব্যবসায়ী, নাগরিকসহ বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে আলোচনা, পর্যালোচনা এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে এবং যাচাই-বাছাই শেষে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়।

এছাড়া, গত ২৮ আগস্ট ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি সামষ্টিক অর্থনীতি ছাড়াও খাতভিত্তিক পরিস্থিতি পর্যালোচনা করছে।