Image description

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে ‍নিশ্চিত করেছেন বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।

তিনি জানান, বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ওই বস্তির বউবাজারে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই সাতটি ইউনিট পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে তিনটি স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতোমধ্যে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এছাড়া দুটি ইউনিট পথে রয়েছে বলেও জানান তিনি।