পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতা মামলার আসামি আবুল কাশেম খান নামে এক যুবলীগ কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আবুল কাশেম খান (৪০) বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী ওয়ার্ডের যুবলীগ কর্মী। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃধা মুনিরুজ্জামানের ভাগনে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, আবুল কাশেম জাতীয়তাবাদী তাঁতী দলের অফিস ভাঙচুর মামলায় এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।