রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের টিটিসি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেন- রাঙ্গামাটি পৌরসভার ৮নং ওয়ার্ডের টিটিসি এলাকার বাসিন্দা সুভাষ চাকমার ছেলে স্টেলেনা চাকমা (০৪) এবং একই এলাকার বাসিন্দা রূপন জ্যোতি চাকমার ছেলে নোবেল চাকমা (০৪)।
স্থানীয়রা জানান, টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি এখন কানায় কানায়। ফলে রাঙ্গামাটি শহরের অনেক এলাকায় ঘর-বাড়ির কাছাকাছি পানি চলে এসেছে। দুপুরের দিকে নিহত দুইজন শিশু খেলাধুলা ছলে পানিতে পড়ে তলিয়ে যান। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর শিশু দু’টিকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলার ছলে শহরের টিটিসি এলাকায় দুপুরে দু’টি শিশু হ্রদের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে হ্রদের পানি কানায় কানায় ভরপুর। তাই কাপ্তাই হ্রদেও তীরে তাদের বসত-বাড়ি আছে,তাদের ছোট বাচ্চা থাকলে তাদের প্রতি খেয়াল রাখতে তিনি পরামর্শ দেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর জানান, শিশু দুটোকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।