Image description

কবি আল্লামা ইকবালের ৮৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আল্লামা ইকবাল সংসদ এক সেমিনারের আয়োজন করে এই মৃত্যুবার্ষিকী পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. শমশের আলী।

কবি আল মুজাহিদীর সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন কবি মাওলানা রুহুল আমিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম ও কবি জাকির আবু জাফর।

অনুষ্ঠানে “ইকবাল দর্শনে ঐক্য ও সংহতি” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ তোশারফ আলী।